স্পঞ্জ আয়রণ কারখানায় শ্রমিক অসন্তোষ , বিক্ষোভ

22nd April 2021 9:16 pm বাঁকুড়া
স্পঞ্জ আয়রণ কারখানায় শ্রমিক অসন্তোষ , বিক্ষোভ


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   দফায় দফায় শ্রমিক অসন্তোষে উত্তাল জোড়হিরার এক বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানা। 

বৃহস্পতিবার সকাল থেকেই ছাতনার  জোড়হিরার এক বেসরকারি স্পঞ্জ আয়রন কারখানার গেটের সামনে কয়েকশো কর্মী বকেয়া বেতন না পাওয়ায়  কাজ বন্ধ করে  কারখানার প্রধান  গেটের সামনেবিক্ষোভে ফেটে পড়লেন।  কারখানার শ্রমিক  রাজু চক্রবর্তী  বলেন  দীর্ঘদিন ধরে  তাদের ঠিকমতো বেতন আসছে না  পাশাপাশি অভিযোগ করেন পিএফ এর ক্ষেত্র অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের, তাই আজ আমরা এই বিক্ষোভ দেখাচ্ছে । তবে  শ্রমিকদের এই অভিযোগ মানতে নারাজ কারখানা কর্তৃপক্ষ । তাদের দাবি  কারখানা এই মুহূর্তে জলের সমস্যা আছে তাও আমরা কোনো রকমে প্লান্ট চালু রেখেছি পাশাপাশি তিনি শ্রমিকদের বেতন সমস্যা বিষয়ে বলেন  ব্যাংকের কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে তাই শ্রমিকদের বেতন আসতে দেরি হচ্ছে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।